ঘুম থেকে উঠেই দেখি প্রায় ২০ টার মত মিসড কল। রাজু ফোন দিয়েছিল,সামি নাকি কাল ট্যুর প্লান করেছে তাই কেনাকাটার এক মস্ত আয়োজন।এদিকে মাসের শেষ টাকা পয়সা শেষ কিন্তু ট্যুর।
মিস করা যাবে না । কল ব্যাক ব্যাক করলাম।
“কিরে শালা আবার তুই ফোন সাইলেন্ট করে রাখছিস আজ আয় খালি খবর আছে । আমরা নিউ মার্কেট আছি।জলদি আয়”
কিছু বলার সুজোগ না দিয়েই ফোন কেটে দিল রাজু। আমিও পকেটের ভাজে রাখা পুরানো ১০০০ টাকার নোট নিয়ে বের হলাম। মিরপুর থেকে ১ ঘন্টার মধ্যেই পৌছে গেলাম।
“কিরে ট্যুর এর জন্য কি কিনবি ?”
“এইতো ২ টা শার্ট আর প্যান্ট ত আছেই”
“মাস শেষ যা কেনা যায় তাই আল্লহর কাছে শুকরিয়া কর ব্যাটা।”
কেনাকাটা শেষ করে চায়ের দোকানে এশে বসলাম । ব্রেকিং নিউজ গাবতলিতে ট্রাক চাপায় কণিকা আহমেদ নামে এক সাংবাদিকের মৃত্যু ।
আমি তো চমকে গেলাম।নামটা চেনা চেনা লাগলো পুরনো দিনের কথা মনে পরে গেল।
যাইহোক একই নামের অনেক আছে সেটা নিয়ে চিন্তার কিছুই নেই ।
পাশে বসা রাজু আমার কাধে ধাক্কা দিয়ে,“ কিরে ব্যাটা আজকে এত ফিট খেয়ে পইরা আছোস ক্যা? নাকি আমাদের সাথে যাবি না?”
“আরে বাল প্যারা নাই টাকা আছে বাল। আর বেশি সমস্যা হলে বিকাশে আছে কিছু ব্যাক আপ।”
“তাহলে কাল দেখা হচ্ছে।”
এই বলে বেরিয়ে গেলাম।
সারাদিন ঘুরে এসে মাথাটা যেন ভন ভন করছে। রাতে খুব ভালো একটা ঘুম হলো কিন্তু এ ঘুমের ফলাফল খুব ভালো ছিলো না। অনেক দিন পর তাকে সপ্নে দেখেছি সেই ক্লাস ১০ এ পড়া সুন্দরী এক মেয়ে ।যাইহোক অতীত কখনো কারো মনে সুখের বন্যা দিতে পারেনা দেয় শুধু কষ্ট , তাই সে কষ্টকে মনে করে বর্তমানের ছোট
ছোট আনন্দকে হত্যা করার কোনো মানে হয় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন