১ম পর্ব
একা থাকার মধ্যে এক রকম আনন্দ কাজ করে । এই ২ মাস যাবত একা আছি । বাসা থেকে ভার্সিটি একাই যাওয়া আসা করছি । অনেকে বলে একা একা থাকার মধ্যে একঘুয়েমি ভাব কাজ করে আমার ক্ষেত্রে তার ছিটে ফোটাও অনুভব করিনি । আমার ভার্সিটি ওপেন ক্রেডিট সিস্টেম হওয়ায় সেম সেমিস্টার এর ছেলে মেয়ে পাওয়া এক রকম দুষ্কর ব্যাপার। তাই থাকতে হয় একা একাই। একজন বাচাল টাইপ মানুষের ক্ষেত্রে এইরকম পরিবেশে থাকা অনেকটাই চ্যলেঞ্জিং ব্যপার। স্কুল কলেজে থাকতে প্রচুর বন্ধু ছিল । লাইফে কোন সময় বোরিংনেস ফিল হয় নি । ভার্সিটি লাইফে এসে এই বন্ধু বানানোই আমার জন্য কস্টকর হয়ে গিয়েছে। একা একা বাসে ভ্রমন আর বন্ধুর সাথে বাসে ভ্রমন এই ২ জিনিস নিয়ে দুই অভিজ্ঞিতা হয়েছে । আহে কলেজ যাওয়ার সময় বাসে খুব আড্ডা চলতো আশেপাশে কি হচ্ছে তার দিকে বিন্ধুমাত্র খেয়াল যেত না । একা চালাফেরা করার সময় মস্তিস্ক দেখি সবসময় খোজা খুজী করে কোথেয় কি হচ্ছে । যেমন ধরুন এই মাত্র বাসে এক ভুরি আলা কাকা উঠে গেল। কেন এই ভিড়ের মাঝে তিনি উঠলেন । ফাকা একটা বাসেই তো তিনি উঠতে পারতেন। আবার নিজেই নিজের চিন্তার সাথে কাঊন্টার চিন্তা আসে , হয়তো ওনার আরো জরুরি কাজ আছে তাই তিনি এত ভির থাকা সত্তেও এই মানুষ ভরা গাড়িতে এই ভুরি নিয়ে দাড়িয়ে আছেন । এমন ই সব আজগুবি কাহিনি চলে আমার মাথায় । সব থেকে খারাপ লাগে ওই সময়টার কথা মনে করে যখন আমার কত বন্ধু ছিল কত মজা হতো। যাকগে , কখনো একা একা মুভি দেখেছেন? আমিই একমাত্র পাপি যে নিজে নিজে চিল করার জন্য ডক্টর স্ট্রেঞ্জ এর মুভি দেখতে গিয়েছিলাম । সবাই ঝাক বেধে সিনেমা হলে আসে । কারো জিএফ বিএফ এউ পুরা সার্কেল নিয়ে আসে সেইদিন হলে আমি একাই এমন সিংগেল ছিলাম শো এর দিকে আমার পূর্ণ মনোযোগ ছিল । বের হয়ে আসার সময় নিজেকে পাপি পাপি লাগছিল একা একা একটা মুভি দেখে ফেললাম । আমার অন্য বন্ধুরা এটা জানলে………
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন